

ভারত বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ঐতিহ্যের দেশ। বিভিন্ন ধরনের খেলাধুলাকে ঘিরে এই দেশে রয়েছে বিপুল উন্মোধন। খেলাধুলার ক্ষেত্রে ভারতীয় মহিলা এবং পুরুষদের কঠোর পরিশ্রম এবং প্রতিভার মাধ্যমে তারা অনুপ্রাণিত করেছে দেশ ও বিদেশের হাজারো দর্শকদের। ভারতীয় স্পোর্টস পর্যায়ে মহিলারা অত্যন্ত প্রতিভার সাথে ভালো পারফরমেন্স করে আসছেন। আজ এমনই প্রতিভাবান এবং সুন্দরী মহিলা স্পোর্টস প্লেয়ার ৫ জন সম্পর্কে জানাবো আপনাদের। এই ৫ জন বিভিন্ন বাধা ঠেলে আজ এই পর্যন্ত নিজেদের পরিচিতি গড়তে পেরেছেন। তারা ক্রিকেট থেকে বক্সিং, ব্যাডমিন্টন থেকে টেনিস এবং আরও অনেক খেলাধুলায় তাদের নাম লিখিয়ে নিতে পেরেছেন সফলতার সাথে।
তাদের অর্জন খেলাধুলার প্রতি তাদের অঙ্গীকারের এক প্রমাণ হয়ে দাঁড়িয়েছে আজ।
তাদের গল্প হাজার হাজার তরুণী এবং ছেলেদের জন্য অনুপ্রেরণার।
খেলাধুলার বাহিরেও তারা বিভিন্ন কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। যাহোক, চলুন তবে ভারতের শীর্ষ ৫ হটেস্ট ফিমেল স্পোর্টস আইকন ও তাদের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতের শীর্ষ ৫ জন সুন্দরী মহিলা স্পোর্টস প্লেয়ার
১. শর্মিলা নিকোলেট

ভারতের বেঙ্গালুরু শহরের জন্মগ্রহণ করা এই মহিলা ক্রীড়াবিদ হচ্ছেন ভারতের একজন প্রফেশনাল গলফার। চেরি, নিকো, শামজ ইত্যাদি নামে তাকে তার ভক্তরা চিনে থাকেন। অত্যন্ত সুন্দরী এই গলফার ভারতের শীর্ষ সেক্সিয়েস্ট মহিলা স্পোর্টস প্লেয়ার এর মধ্যে অন্যতম।
২০০৯ সালে প্রফেশনাল গলফার প্লেয়ার হিসেবে তার খ্যাতি জন্মে।
এই মহিলা ক্রীড়াবিদ মাত্র ১১ বছর বয়স থেকে গলফ খেলা শুরু করেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে শর্মিলা নিজের প্রথম টুর্নামেন্ট জিতেছিল।
এছাড়াও তিনি সবার কাছে জাতীয় সাব-জুনিয়র সাঁতারের চ্যাম্পিয়ন হিসেবেও বেশ পরিচিত।
৭২টিরও বেশি স্বর্ণ পদক এবং রৌপ্য পদক জেতার মত রেকর্ড রয়েছে শর্মিলার।
২০০৬ সাল থেকে শর্মিলা এশিয়ান গেমসে এবং এশিয়া প্যাসিফিক জুনিয়র গলফ টুর্নামেন্ট গুলোতে ভারতের গলফ টিমের হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন তিনি।
প্রায় তিন লক্ষের কাছাকাছি মানুষজন তাকে ইনস্টাগ্রামে প্রতিনিয়ত অনুসরণ করে থাকছেন।
ভারতের মহিলাদের ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে হটেস্ট তিনি।
২. সানিয়া মির্জা

সানিয়া মির্জা হচ্ছেন একজন ভারতীয় টেনিস প্লেয়ার। টেনিস পর্যায়ের বিভিন্ন সময়ে বিভিন্ন সব রেকর্ড করা প্লেয়ার তিনি। এক দশকের বেশি সময় ধরে ভারতীয় টেনিস দলের এক নাম্বার পজিশনে নিজের নাম রাখতে পেরেছিলেন এই মহিলা ক্রীড়াবিদ।
তার ক্যারিয়ার জুড়ে আছে কেবল জাতীয় ও আন্তর্জাতিক সব রেকর্ড।
টেনিস খেলায় দুর্দান্ত সব রেকর্ডের পাশাপাশি তিনি জনপ্রিয় তার হটনেস এবং সুন্দর্যের জন্য।
তাকে ভারতের অন্যতম হট মহিলা ক্রীড়াবিদ হিসেবে বলা হয়ে থাকে।
১২ মিলিয়নের অধিক মানুষ তাকে প্রতিনিয়ত ইনস্টাগ্রামে অনুসরণ করে থাকছেন।
৩. প্রাচী তেহলান

একাধারে নেটবল, বাস্কেটবল প্লেয়ার এবং অভিনেত্রী হিসেবে বিশেষ পরিচিত প্রাচী তেহলান। তেহলান ছিলেন ভারত জাতীয় নেটবল দলের সাবেক অধিনায়ক। তিনি ২০১০ সালের কমনওয়েলথ গেমস এবং ২০১০-১১ সেশনে অন্যান্য বড় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।
তার নেতৃত্বে ভারতীয় দল ২০১১ দক্ষিণ এশীয় বীচ গেমসে প্রথম পদক জিতেছিল।
প্রাচী তেহলানকে ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’ কতৃক ‘কোর্টের কুইন’ উপাধি দেওয়া হয়।
এছাড়াও ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ কতৃক তাকে “লাস অফ দ্য রিং” উপাধিতে ভূষিত করা হয়েছিল।
এছাড়াও অভিনয় জগতে ধারাবাহিক নাটক “দিয়া অর বাতি হাম” এ অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে প্রথম অভিষেক হয় তার।
৪. দীপিকা পল্লীকল (স্কোয়াশ)

দীপিকা পল্লীকল হচ্ছেন ভারতের একজন প্রফেশনাল স্কোয়াশ প্লেয়ার। পিএসএ উইমেন’স রেঙ্কিংয়ে সেরা ১০ জন প্লেয়ারের মাঝে স্থান করে নেওয়া প্রথম ভারতীয় প্লেয়ার তিনি।
ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নকালে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দীপিকা।
এছাড়াও তিনি ইউরোপীয় জুনিয়র স্কোয়াশ এ অনেক প্রতিযোগিতায় জয়লাভ করেছিলেন।
২০১১ সালে তিনি ডাব্লিউআইএসপিএ ট্যুর শিরোপা জিতেছিলেন যা তাকে নিজের নতুন পরিচিতি গড়তে সাহায্য করেছিল।
ক্যারিয়ার সেরা পারফরম্যান্সের পাশাপাশি নিজের সৌন্দর্যের দ্বারা ভক্তদের মন জয় করে নিয়েছেন দীপিকা।
এছাড়াও তার আরেকটি বড় পরিচয় তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় দীনেশ কার্তিকের স্ত্রী।
২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন দীপিকা ও দীনেশ জুটি।
৫. সাইনা নেহওয়াল

সাইনা নেহওয়াল হলেন ভারতীয় জাতীয় ব্যাডমিন্টন দলের একজন জনপ্রিয় খেলোয়াড়। সর্বশেষ ব্যাডমিন্টন রাঙ্কিং অনুযায়ী বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার দেওয়া রাঙ্কিং এ বিশ্ব সেরা ২ নং খেলোয়াড় হিসেবে আছেন সাইনা নেহাওয়াল।
এছাড়াও ভারতীয় দলের হয়ে তিনিই সর্বপ্রথম অলিম্পিক পদক জয়লাভ করেন।
সাইনা নেহওয়াল প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতার কারিগর।
এছাড়াও তিনি জিতেছেন সুপার টুর্নামেন্ট সিরিজ।
এসব জনপ্রিয় সব সিরিজ জেতার পাশাপাশি ব্যাডমিন্টন পর্যায়ে বিভিন্ন রেকর্ড গড়েন সাইনা।
ব্যাডমিন্টন খেলায় দুর্দান্ত পারফরম্যান্স এর পাশাপাশি তিনি ভারতের হট ক্রীড়াবিদ। তাকে সকলেই বেশ পছন্দ করেন।
সবচেয়ে সুন্দরী মহিলা স্পোর্টস প্লেয়ার কে?
ভারতের হট ও সুন্দরী মহিলা স্পোর্টস প্লেয়ার অনেকেই আছেন। এক্ষেত্রে নির্দিষ্ট করে একজনের নাম নেই। তবে সৌন্দর্য, স্পোর্টস সেক্টরের দুর্দান্ত পারফরম্যান্স ও হটনেসের কারণে আকাঙ্ক্ষা সিং কে সবচেয়ে হট মহিলা স্পোর্টস প্লেয়ার বলা হয়।
আকাঙ্ক্ষা সিং হচ্ছে ভারতের একজন বাস্কেটবল খেলোয়াড়। এছাড়াও ভারতের মহিলা জাতীয় বাস্কেটবল দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত আকাঙ্ক্ষা।
২০০৪ সাল থেকে ভারতীয় জাতীয় বাস্কেটবল দলের হয়ে খেলছেন এই মহিলা ক্রীড়াবিদ।
তবে ২০০৩ সালের দিকেই মূলত জাতীয় পর্যায়ে তার অভিষেক হয়েছিল।
২০১০ সালে এমপিবিএল এ দুর্দান্ত পারফর্ম করার মাধ্যমে জানান দিয়েছিলেন তিনি কতটা মূল্যবান খেলোয়াড়।
ভারতীয় বাস্কেটবল এ তিনি পরিচিত “ছোট আশ্চর্য” নামে। জাতীয় পর্যায়ে সেরা বাস্কেটবল খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি।
জাতীয় পর্যায়ের পাশাপাশি আকাঙ্ক্ষা সিং এর আছে আন্তর্জাতিক সব রেকর্ড।
নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স এর পাশাপাশি তার সৌন্দর্য এবং হটনেস মুগ্ধ করে তার ভক্তদের। ভারত সহ বিভিন্ন দেশেই তার ভক্ত রয়েছেন।
আর তাই তাকেই ভারতের শীর্ষ হট মহিলা ক্রীড়াবিদ হিসেবে আখ্যায়িত করা যায়।
এই ছিল ভারতের সেরা ৫ সুন্দরী মহিলা স্পোর্টস প্লেয়ার এর পরিচিতি। তারা নিজেদের স্পোর্টস ফিল্ডে দুর্দান্ত রেকর্ড গড়ার পাশাপাশি ভক্তদের মুগ্ধ করেছেন তাদের সৌন্দর্যে। এই ৫ জনের মাঝে আপনার প্রিয় মহিলা এথলেট কে সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন।