ভারতের বিপক্ষে হোয়াইট বল সিরিজ ঘোষণা বাংলাদেশ মহিলা ক্রিকেট দল

আজকের পোস্টে আমরা বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এবং ভারত মহিলা দলের মধ্যকার অনুষ্ঠিত হতে যাওয়া সাদা বলের সিরিজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশ নারী দল ও ভারত নারী দলের মধ্যে কবে খেলা অনুষ্ঠিত হবে, কোথায় খেলা অনুষ্ঠিত হবে, কি কি খেলা হবে ইত্যাদি সকল বিষয় নিয়ে আজকের পোস্টে আলোচনা করা হবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল নারী ক্রিকেটে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে।

এদেরকে ‘Lady Tiger’ বা ‘Tigress’ অর্থাৎ বাঘিনী ডাকা হয়ে থাকে। ২০০০ সালে বাংলাদেশ আইসিসি এর ফুল স্ট্যাটাস পায়।

২০০৭ সালে তাদের আন্তর্জাতিক অভিষেক হয় থাইল্যান্ডের বিপক্ষে। এর পরপরই তারা এসিসি উইমেন্স টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ২০১১ সালের উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ার এ ৫ম স্থান নিয়ে শেষ করার পর সেই বছরই বাংলাদেশ ওয়ান ডে ইন্টারন্যাশনাল (অডিআই) মর্যাদা পায়।

২০১৪ সালের উইমেন্স টি২০ ওয়ার্ল্ডকাপেও বাংলাদেশ কোয়ালিফাই করে। যদিও এই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স খুবই খারাপ ছিল।

এই ওয়ার্ল্ডকাপে বাংলাদেশ দল ৫টি ম্যাচের মধ্যে ৩টিতে হেরে নবম স্থান লাভ করে।

পরবর্তীতে ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩ টি২০ ওয়ার্ল্ডকাপে বাংলাদেশ মহিলা দল অংশগ্রহণ করে।

একবারও ফলাফল আশানুরূপ ছিল না। প্রতিটিতেই বাংলাদেশ গ্রুপ স্টেজেই খেলা শেষ করে।

২০১৬ ও ২০১৮ সালে বাংলাদেশ মহিলা দল টি২০ ওয়ার্ল্ডকাপে নবম স্থান এবং ২০২০ ও ২০২৩ নারী টি২০ ওয়ার্ল্ডকাপে শেষ স্থানে খেলা শেষ করে। ২০২২ সালের ওয়ার্ল্ডকাপে বাংলাদেশ ৭ টি ম্যাচে ১টিতে জয় পেয়ে সপ্তম স্থান লাভ করে।

২০১৮ সালের উইমেন্স টি২০ এশিয়া কাপে বাংলাদেশ মহিলা দল বিজয় অর্জন করে।

এটিই ছিল ইতিহাসে প্রথমবার যখন ভারত বাদে অন্য কোনো দল নারী এশিয়া কাপে জয় লাভ করে।

বাংলাদেশ মোট ৫৪ টি অডিআই ম্যাচ খেলেছে যার ৩৫টিতে হার।

আর ৯৯ টি২০ ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র ৩৮টিতে জয় লাভ করে।

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল বনাম ভারত মহিলা ক্রিকেট দল

এখানে আমরা দুই দলের বর্তমান অবস্থান ও পূর্বের ইতিহাস ও হেড টু হেড পারফরম্যান্স নিয়ে আলোচনা করব।

এখন পর্যন্ত টি২০ বা ২০ ওভারের খেলায় বাংলাদেশ ও ভারত মহিলা ১৩ বার মুখোমুখি হয় এবং এর মধ্যে ১১ বারই ভারত জয় লাভ করে।

আর মাত্র দুইবার বাংলাদেশ। শেষ দেখা হয় ২০২২ সালে উইমেন্স টি২০ এশিয়া কাপে যেখানে বাংলাদেশ মহিলা দল ৫৯ রানে পরাজিত হয়।

এবছরে বাংলাদেশের ওয়ান ডে র‍্যাংকিং অষ্টম এবং টি২০ র‍্যাংকিং নবম।

অপরদিকে ভারতের বর্তমান ওডিআই র‍্যাংকিং চতুর্থ আর টি২০ র‍্যাংকিংও চতুর্থ।

বাংলাদেশ মহিলা দলের সবচেয়ে ভালো ওডিআই র‍্যাংকিং ছিল ২০২১ সালে যা ছিল পঞ্চম। আর সবচেয়ে ভালো টি২০ র‍্যাংকিং ছিল ২০২২ সালে যা ছিল অষ্টম।

ভারতের সবচেয়ে ভালো টি২০ ও ওয়ান ডে র‍্যাংকিং ছিল দ্বিতীয় ও তৃতীয়।

তো ইতিহাস, বর্তমান অবস্থান এবং সবকিছু মিলে ভারত বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে আছে।

সাদা বলের ক্রিকেট বা হোয়াইট বল ক্রিকেট সিরিজ 

ক্রিকেট বল হলো এক ধরণের খুবই শক্ত বল যা দ্বারা ক্রিকেট খেলা হয়। ক্রিকেট বল সাধারণত তিন রঙের হয়ে থাকে।

যথা: লাল, সাদা ও গোলাপি। ক্রিকেটের শুরু থেকেই মূলত লাল বল ব্যবহার করা হয়ে আসছে।

এখনও টেস্ট খেলায় লাল বল ব্যবহার করা হয়। কিন্তু লাল বল ফ্লাডলাইটে তেমন ভালোভাবে দেখা যায় না।

তাই সাধারণত দিবা-রাত্রি টেস্টগুলোতে গোলাপি বল ব্যবহার করা হয়।

ধারণা করা হয় ফ্লাডলাইটে গোলাপি লাল লাল বলের চেয়ে বেশি পরিষ্কার দেখা যায়।

অপরদিকে টি২০ ও ওয়ান ডে এর ক্ষেত্রে শুধু সাদা বল ব্যবহার করা হয়।

টি২০ খেলা সাধারণত রাতে হয় এবং ওয়ান ডে খেলাও শেষ হতে হতে সাধারণত রাত হয়ে যায় তাই ওয়ান ডে ও টি২০ সাদা বলে খেলা হয় যেহেতু ফ্লাডলাইটে সাদা বল সবচেয়ে পরিষ্কার ভাবে দেখা যায়।

সাদা বলের ক্রিকেট খেলা বলতে ওয়ান ডে ও টি২০ খেলাকে বোঝায়।

বাংলাদেশ মহিলা দল ও ভারত মহিলা দলের মধ্যে কি কি খেলা হবে?

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ও ভারত মহিলা দলের মধ্যে সামনে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সাদা বলের সিরিজ অনুষ্ঠত হবে।

অর্থাৎ টি২০ ও ওয়ান ডে খেলা অনুষ্ঠিত হবে।

তাদের মধ্যে একটি টি২০ ও একটি ওয়ান ডে সিরিজ খেলা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৩টি টি২০ ম্যাচ ও ৩টি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ মহিলা দল ও ভারত মহিলা দলের মধ্যে খেলা কবে হবে?

বাংলাদেশ ও ভারত মহিলা দলের মধ্যে খেলা এবছরই অনুষ্ঠিত হবে।

টি২০: বাংলাদেশ ও ভারত মহিলা দলের মধ্যকার প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জুলাই, ২০২৩। দ্বিতীয় টি২০ ম্যাচ ১১ জুলাই, ২০২৩ অনুষ্ঠিত হবে।

১৩ জুলাই, ২০২৩ বাংলাদেশ মহিলা দল ও ভারত মহিলা দলের মধ্যে তৃতীয় ও শেষ টি২০ খেলা অনুষ্ঠিত হবে।

ওয়ান ডে: ১৩ জুলাইয়ের পর ৩ দিন বন্ধ দিয়ে ১৬ জুলাই থেকে বাংলাদেশ ও ভারত মহিলা দলের মধ্যে প্রথম ওয়ান ডে খেলা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ওয়ান ডে ১৯ জুলাই, ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২২ জুলাই, ২০২৩ বাংলাদেশ ও ভারত মহিলা দলের মধ্যকার সম্পূর্ণ ট্যুরের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ মহিলা দল ও ভারত মহিলা দলের মধ্যে খেলা কোথায় হবে?

বাংলাদেশ ও ভারত মহিলা দলের মধ্যকার খেলা বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

ঢাকার মিরপুরের শের ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যের খেলা অনুষ্ঠিত হবে।

ওয়ান ডে এবং টি২০ সকল ম্যাচই শের ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

১১ বছরের মধ্যে এই প্রথম শের ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কোনো মহিলা দলের খেলা অনুষ্ঠিত হবে। শেষ ২০১২ সালে সাউথ আফ্রিকার সাথে শেষ শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নারী দলের খেলা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *