

এসিসি এমার্জিং টিম এশিয়া কাপ ২০২৩ এর ৫ম আসরের খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতিবারের ন্যায় এবারও এই টুর্নামেন্টে অংশ নিয়েছে এশিয়ার মোট ৮ দল। এসিসি এশিয়া কাপ আসরের এবারের মৌসুম অনুষ্ঠিত হচ্ছে শ্রীলংকায়। ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে দলগুলোর মধ্যে।
প্রতিবারের মতই জমজমাট হয়ে উঠেছে এবারের এসিসি এশিয়া কাপ টুর্নামেন্ট। এবারের মৌসুমেও কিছু প্লেয়ারকে সতর্কতার সাথে তাদের পারফরমেন্স দেখাতে হবে। ২০২৩ এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ আসরে কোন প্লেয়ারদের সতর্ক থাকতে হবে সেটি নিয়ে থাকছে আজকের পর্বে।
এসিসি এমার্জিং টিম এশিয়া কাপ ২০২৩
১৩ই জুলাই থেকে শুরু হয়েছে এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ আসরের ৫ম সিজনের খেলা। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে, যার মধ্যে ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল’ এর সদস্যের ৫টি ‘এ’ দল রয়েছে।অন্যদিকে, রয়েছে ২০২৩ সালের এসিসি প্রিমিয়ার কাপে এগিয়ে থাকা শীর্ষ ৩ টি দল, যেখানে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থেকে ‘এ’ দল এবং নেপালের জাতীয় ক্রিকেট দলের অর্ধেক খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিয়েছে এবার।
এসিসি এমার্জিং টিম এশিয়া কাপ ২০২৩ এবারের আসরের হোস্ট বা স্বাগতিক দল হচ্ছে শ্রীলঙ্কা।
গতকাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের এখনও পর্যন্ত ম্যাচ খেলা হয়েছে ৪ টি।
টুর্নামেন্টটিতে সব মিলিয়ে ম্যাচ খেলা হবে মোট ১৫ টি। সর্বোপরি, ২৩ জুলাই ফাইনালের মাধ্যমে শেষ হবে এই টুর্নামেন্ট।
এসিসি এমার্জিং টিম এশিয়া কাপ ২০২৩ – স্কোয়াড
ইতিমধ্যেই আপনারা জেনেছেন শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়া ৫ম আসরের টুর্নামেন্টে এবার ৮ দল অংশ নিয়েছে। আপনাদের সুবিধার্থে নিচে এই টুর্নামেন্টে অংশ নেওয়া ৮ টি দলের নাম উল্লেখ করা হলো।
গ্রুপ – এ
আফগানিস্তান এ
বাংলাদেশ এ
ওমান এ
শ্রীলঙ্কা এ
গ্রুপ – বি
নেপাল
ভারত এ
পাকিস্তান এ
সংযুক্ত আরব আমিরাত এ
এই ৮ দল দুইভাগে অংশ নিয়েছে এবারের টুর্নামেন্টে। তবে এবারের এই টুর্নামেন্টে ৫ জন খেলোয়াড়কে তাদের পারফরমেন্স নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।
এই ৫ জন কারা এবং কোন বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে সেসব নিয়ে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
এসিসি এমার্জিং টিম এশিয়া কাপ ২০২৩ – খেলোয়ার সতর্কতা
এসিসি এমার্জিং টিম এশিয়া কাপ ২০২৩ আসর মোট ৮ দলের অংশগ্রহণের মাধ্যমে শুরু হলেও, ৮ টি দলকে আবার দুইভাগে ভাগ করা হয়েছে। টুর্নামেন্টের দুটি গ্রুপ হচ্ছে গ্রুপ – ‘এ’ এবং গ্রুপ – ‘বি’।
আমরা যদি গ্রুপ এ-তে নজর দেই তাহলে দেখব এই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা এ, বাংলাদেশ এ, আফগানিস্থান এ এবং ওমান এ দল।
অন্যদিকে বি গ্রুপের দিকে যদি দেখা হয়, এতে রয়েছে ভারত এ, পাকিস্তান এ, সংযুক্ত আরব আমিরাত এ এবং নেপাল দল।
দলগুলোকে দুইভাগে বিভক্ত করেই এবারের আসরের খেলা শুরু হয়েছে। এই ৮ দলের মধ্যে ৫ জন খেলোয়াড় রয়েছেন যাদের এবার নজরে রাখা হবে।
একজন খেলোয়াড় হিসেবে তাদের অবশ্যই এবারের টুর্নামেন্টে সতর্ক থাকতে হবে।
১. সাই সুদর্শন
ভারতীয় বিভিন্ন ক্রিকেট লিগের অন্যতম তারকা খেলোয়াড় হচ্ছেন সাই সুদর্শন। তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল তামিল নাড়ু প্রিমিয়ার লিগ খেলার মাধ্যমে।
এরপর থেকেই ভারতের অন্যতম ক্রিকেট লিগ আইপিএলে তাকে ঝর তুলতে দেখা যায় ব্যাট হাতে।
সবশেষ মৌসুমে, গুজরাট দলের হয়ে তাকে মাঠে দেখা গিয়েছে। যেখানে তিনি ব্যাট হতে ছিলেন অনবদ্য।
সর্বমোট ৮ ম্যাচে তার সংগ্রহ ৩৬২ রানের বিশাল পাহাড়।
এবারের এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ টুর্নামেন্টে তাই বড় নজরের জায়গা জুড়ে থাকবেন সাই সুদর্শন।
ভারত এ দলও নিশ্চই এবার সাই সুদর্শন থেকে ভালো কিছু পাওয়ার আশায় থাকবে। যদিও শুরুটা ভালো হয়নি সুদর্শন এর।
আরব আমিরাতের সাথে নিজেদের প্রথম ম্যাচে সুদর্শন এর সংগ্রহ ৮ বলে ৮ রান। আউট হন জাওয়াদ উল্লাহ এর বলে।
তবে ইন্ডিয়া তুলে নেয় ৮ উইকেটের জয়। এবারের আসরে সতর্কতার সাথেই খেলবেন তিনি।
২. হর্ষিত রানা
ভারতের ঘরোয়া ক্রিকেট লিগে খেলা এক দুর্দান্ত ফাস্ট ভোলার রানা। আইপিএল ২০২৩ এ তাকে দেখা যায় কলকাতার হয়ে খেলতে।
কলকাতার হয়ে এবার সর্বমোট ৬ ম্যাচে তিনি অংশ নেন। ৬ ম্যাচ খেলে তার শিকার ৮ উইকেট।
এবারের এসিসি টিম টুর্নামেন্টে তাই বল হাতে সতর্কতার সাথেই তিনি নিজের পারফরমেন্স দেখানোর চেষ্টা করবেন।
ভারত এ দলও নিশ্চই তার বোলিং জাদু দেখতে চাইবে।
৩. জাকির হাসান
জাকির হাসান বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগগুলোতে দারুন পারফরমেন্স করে থাকেন। পরিসংখ্যান অনুযায়ী, ৭৫ ম্যাচ খেলে ৪০.৩৩ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৪৫১৮ রান।
বাংলাদেশ এ দলের হয়ে স্ট্যাম্পের পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এসিসি টিম এশিয়া কাপ ২০২৩-এ ব্যাট হাতে একটি দারুন পারফরমেন্স উপহার দেওয়ার জন্য সার্বক্ষণিক চেষ্টায় থাকবেন এই তারকা।
প্রথম ম্যাচে তিনি করেন ২৪ বলে ২৬ রান। শ্রীলঙ্কার কাছে এসে ম্যাচ গড়তে হয় তার দলকে।
তাকে অবশ্যই সতর্কতার সাথে বাকি ম্যাচগুলোতে অংশ নিতে হবে।
৪. সাইম আয়ুব
পাকিস্থান এ দলের অন্যতম একজন খেলোয়াড় সাইম আয়ুব, যিনি এবারের পাকিস্থান প্রিমিয়ার ক্রিকেট লিগে ১২ ম্যাচে অংশ নিয়ে সংগ্রহ করেছেন ৩৪১ রানের বিশাল পাহাড়।
নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪ উইকেটে হারায় পাকিস্থান এ দল। যদিও এসিসি আসরের প্রথম ম্যাচে তার সংগ্রহ ২৫ বলে ২৪ রান।
তবুও নিজের ফর্ম নিয়ে সামনের ম্যাচগুলোতে সতকর্তা অবলম্বন করবেন তিনি।
৫. মোহাম্মদ সালেম
আফগানিস্থান এ দলের দুর্দান্ত এক বোকার মোহাম্মদ সালেম। নিজের পারফরমেন্স নিয়ে অবশ্যই জাদু দেখাতে চাইবেন তিনি।
তাকে অনেকেই আফগানিস্থানের প্রতিভাবান খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেন।
তাইতো এবার তাকে অবশ্যই সতর্কতার সাথে খেলতে হবে।
এই ছিল এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপের ৫ তারকা খেলোয়াড় যাদের এবার সতর্ক থাকতে হবে এবং যারা এবার নজরে থাকবেন।
এবারের এসিসি আসরে আপনার কাছে ফেভারিট দল কোনটি সেটি অবশ্যই জানিয়ে দিয়ে পারেন আমাদের। সাথে জানিয়ে দিতে পারেন কোন দল হবে এবারের চ্যাম্পিয়ন।