এশিয়া কাপ ২০২৩ স্কোয়াড তালিকা এবং ইনজুরির আপডেট

Asia Cup 2023 স্কোয়াড: প্রতিটি এশিয়া কাপ দলের জন্য সম্পূর্ণ তালিকা, খেলোয়াড়ের খবর এবং ইনজুরির আপডেট

এশিয়া কাপ ২০২৩ স্কোয়াড (Asia Cup 2023 Squad): প্রতিটি এশিয়া কাপ দলের জন্য সম্পূর্ণ তালিকা, খেলোয়াড়ের খবর এবং ইনজুরির আপডেট নিয়ে বিস্তারিত থাকছে আজকের পর্বে।

সম্প্রতি সময়ে ক্রিকেট এলাকায় এশিয়া কাপকে কেন্দ্র করে চলছে প্রত্যেক দলগুলোর তাদের নিজস্ব স্কোয়াড গুছানো এবং এশিয়া কাপে খেলার প্রস্তুতি। ইতিমধ্যে পাকিস্থান, নেপাল এবং বাংলাদেশ দল তাদের নিজস্ব প্লেয়িং স্কোয়াড প্রকাশ করেছে। আগস্ট ২১ তারিখে ভারতের তাদের স্কোয়াড প্রকাশ করার কথা রয়েছে। এর মধ্যেই বাকি দলগুলো তাদের স্কোয়াড প্রকাশ করবে। এশিয়া কাপ ২০২৩ এ দলগুলোর সম্পর্কে জানা যাক বিস্তারিত।

Asia Cup 2023: অংশগ্রহণকারী দল

ইতিমধ্যেই হয়তো আপনারা অবগত যে, এবারের অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ ২০২৩ এ সর্বমোট ছয়টি দল অংশ নিতে যাচ্ছে। এই ছয়টি দলকে এবার দুই ভাগে বিভক্ত করে এশিয়া কাপের সর্বমোট ১৩ ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্থান এবং শ্রীলঙ্কাতে। এশিয়া কাপে গ্রুপ এ তে আছে পাকিস্থান, ভারত এবং নেপাল। অন্যদিকে, গ্রুপ বি তে আছে বাংলাদেশ, আফগানিস্থান এবং শ্রীলঙ্কা দল।

গ্রুপ পর্বের খেলা শেষে দলগুলো খেলবে সুপার ৪। অতঃপর সুপার ৪ এর খেলা শেষ করে দুইটি দল খেলবে ফাইনাল। ১৭ই সেপ্টেম্বর তারিখে শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

নিচে এশিয়া কাপে অংশ নিয়ে যাওয়া প্রত্যেকটি দলের স্কোয়াড প্রকাশ করা হলো।

এশিয়া কাপ ২০২৩ এর জন্য সমস্ত স্কোয়াড

এশিয়া কাপের সবগুলো দল এখনও তাদের স্কোয়াড প্রকাশ করেনি। কিছু দল এখনও বাকি আছে যারা স্কোয়াড প্রকাশ করবে শীগ্রই। তবে যেসব দল এখনও তাদের স্কোয়াড অফিসিয়ালি প্রকাশ করেনি তাদের সম্ভাব্য স্কোয়াড দেওয়া হলো। তাদের স্কোয়াড অফিসিয়ালি প্রকাশ করা মাত্র আমাদের সাইটে সেটির আপডেট দেওয়া হবে।

গ্রুপ-এ

পাকিস্থানের এশিয়া কাপ ২০২৩ স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, তৈয়ব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মো. ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি।

#স্কোয়াডের গুরুত্বপূর্ণ ৫ খেলোয়াড়

বাবর আজম
মোহাম্মদ রিজওয়ান
ফখর জামান
শাহীন আফ্রিদী
ওয়াসিম জুনিয়র

ভারতের এশিয়া কাপ ২০২৩ স্কোয়াড (সম্ভাব্য)

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গীল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার।

#স্কোয়াডের গুরুত্বপূর্ণ ৫ খেলোয়াড়

রোহিত শর্মা
বিরাট কোহলি
হার্দিক পান্ডিয়া
রবীন্দ্র জাদেজা
মোহাম্মদ শামি

নেপালের এশিয়া কাপ স্কোয়াড ২০২৩

রোহিত পাউডেল (অধিনায়ক), কুশল ভুর্টেল, আসিফ শেখ, ভীম শারকি, কুশল মাল্লা, আরিফ শেখ, দীপেন্দ্র সিং আইরি, গুলশান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিছনে, ললিত রাজবংশী, প্রতিশ জিসি, মৌসম ধাকাল, সুদীপ জোরা, কিশোর মাহাতো, অর্জুন সৌদ।

#স্কোয়াডের গুরুত্বপূর্ণ ৫ খেলোয়াড়

রোহিত পাউডেল
কুশল ভুর্টেল
দীপেন্দ্র সিং আইরি
সন্দীপ লামিছনে
কিশোর মাহাতো

গ্রুপ-বি

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড ২০২৩

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম।

#স্কোয়াডের গুরুত্বপূর্ণ ৫ খেলোয়াড়

সাকিব আল হাসান
লিটন দাস
মুশফিকুর রহিম
তাসকিন আহমেদ
মুস্তাফিজুর রহমান

আফগানিস্থানের এশিয়া কাপ স্কোয়াড ২০২৩ (সম্ভাব্য)

হাশমতুল্লাহ শহীদী (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ মালিক, ফজল হক ফারুকী, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নবীন উল হক, নূর আহমদ, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি, আফসার জাজাই, নিজাত মাসউদ, শরফুদ্দিন আশরাফ, কায়েস আহমেদ।

#স্কোয়াডের গুরুত্বপূর্ণ ৫ খেলোয়াড়

হাশমতুল্লাহ শহীদী
রহমানুল্লাহ গুরবাজ
মোহাম্মদ নবী
রশিদ খান
ফজল হক ফারুকী

শ্রীলঙ্কার এশিয়া কাপ স্কোয়াড ২০২৩ (সম্ভাব্য)

দাসুন শানাকা (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থেকশানা, জেফরি ভান্ডারসে, প্রবীণ জয়াভিক্রমানা, মাদরাসানা, ডি সিলভা, নুওয়ানিদু ফার্নান্দো, দুশমান্থা চামেরা, দিনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা।

#স্কোয়াডের গুরুত্বপূর্ণ ৫ খেলোয়াড়

দাসুন শানাকা
ভানুকা রাজাপাকসে
ধনঞ্জয়া ডি সিলভা
ওয়ানিন্দু হাসারাঙ্গা
দুশমান্থা চামেরা

এশিয়া কাপের দলগুলোর খেলোয়াড়দের ইনজুরির খবর

এশিয়া কাপে দলগুলোর খেলোয়াড়দের ইনজুরির খবর হিসেবে প্রথমেই তামিম ইকবালের কথা বলা যায়। স্কোয়াড ঘোষণার কিছুদিন পূর্বে পিঠের ব্যাথা কারণ দেখিয়ে অধিনায়কত্ব এবং এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেয় তামিম ইকবাল। ইনজুরির কারণে খেলতে পারবেন না তিনি।

অন্যদিকে ভারতের বেশ কিছু প্লেয়ারের ইনজুরির বা ফিটনেসের কারণে খেলা অনিশ্চিত।

এমন কিছু প্লেয়ার হচ্ছে জসপ্রীত বুমরা, লোকেশ রাহুল এবং শ্রেয়াস আয়ার।

এছাড়াও একটি নাম সর্বদা এড়িয়ে যাওয়া হয় সেটি হচ্ছে ঋষভ পন্ত।

যদিও পরের বছর ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে তাকে খেলানোর কথা রয়েছে।

ভারত এবং বাংলাদেশের বাইরে অন্যান্য দেশগুলোর মূল খেলোয়াড়দের ইনজুরি নিয়ে কোনো আপডেট এখনও পাওয়া যায়নি। তবে কোনো খেলোয়াড়ের ইনজুরি আপডেট পাওয়া গেলে সেটি প্রকাশ করা হবে।

শিরোপা জয়ের কৌশল: স্কোয়াড ব্যবহার এবং অভিযোজন

এশিয়া কাপের ১৬তম আসরের খেলা শুরু হবে ৩০ আগস্ট, ২০২৩ তারিখ থেকে। ইতিমধ্যে বেশ কয়েকটি দল তাদের শক্তিশালী স্কোয়াড প্রকাশ করেছে। এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ সাত শিরোপার মালিক ভারত। দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জিতেছে শ্রীলঙ্কা ছয়টি। অন্যদিকে, এশিয়ার তৃতীয় সবচেয়ে সফল দল পাকিস্থান শিরোপা জিতেছে দুইটি।

এশিয়া কাপে শিরোপার দেখা মেলেনি বাংলাদেশ, আফগানিস্থান ও নেপাল দলের।

আর তাই দলগুলো অবশ্যই তাদের শক্তিশালী স্কোয়াড ব্যবহার করে শিরোপা জয়ের লড়াইতে মাতবে।

স্কোয়াডের খেলোয়াড়দের সর্বোচ্চ ফর্মে ব্যবহার করতে চাইবে দলগুলো।

এশিয়া কাপে দলগুলো তাদের স্কোয়াডকে কতটা কাজে লাগাচ্ছে সেটি দেখতে চোখ রাখতে হবে এশিয়া কাপের ম্যাচগুলোর দিকে।

আজকের পর্বে এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর স্কোয়াড প্রকাশ করা হলো। যে কয়েকটি দল এখনও তাদের স্কোয়াড প্রকাশ করেনি, তাদের স্কোয়াড অতি শিঘ্রই আমাদের সাইটে প্রকাশ করা হবে। ততক্ষণ পর্যন্ত আপডেট পেতে থাকুন, জানুন ক্রিকেটের নানান খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *