

এশিয়া কাপ ২০২৩ টিকেট কোথায় কিনবেন এবং কিভাবে টিকিট বুক করবেন সে ব্যাপারে বিস্তারিত গাইডলাইন থাকছে আজকের পর্বে।
সম্প্রতি উন্মাদনা চলছে এশিয়া কাপ ২০২৩ মৌসুমের খেলা নিয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ আগস্ট তারিখ থেকে শুরু হবে এসিসি কতৃক আয়োজিত এশিয়া কাপ ২০২৩। বরাবরের মতোই এশিয়ার দেশগুলোর উপস্থিতি থাকছে এবার। তবে প্রথমবারের মত নেপাল সুযোগ পাচ্ছে এশিয়া কাপে খেলার। আর তাই নেপালসহ মোট ৬ দল অংশ নিতে যাচ্ছে আসন্ন এশিয়া কাপ ২০২৩ এ।
ইতিমধ্যেই এশিয়া কাপে অংশ নিতে যাওয়া দলগুলো তাদের এশিয়া কাপ স্কোয়াড প্রকাশ করছে। দলগুলোর এশিয়া কাপকে ঘিরে প্রস্তুতি নেওয়া প্রায় শেষের দিকে। এশিয়া কাপের পূর্বে খেলার টিকেট বুকিং নিয়ে রয়েছে প্রবল উত্তেজনা। অনেকেই খেলার অন্তত এক মাস পূর্বে থেকে টিকেট কেনার জন্য বসে আছেন।
যদিও এশিয়া কাপ ক্রিকেটের এক মাস সময় বাকি নেই। আর মাত্র কিছুদিনের ব্যবধানে শুরু হবে এশিয়া কাপ।
আর তাই আপনিও যদি এশিয়া কাপ ক্রিকেট একদম লাইভ উপভোগ করতে চান তবে বুকিং করুন আপনার কাঙ্খিত সিট। এশিয়া কাপে সাইটে বুকিং করার কিছু নিয়ম আছে।
আজকের পর্বে সিট বুকিং করার উপায় এবং বিস্তারিত নিয়মগুলো ধাপে ধাপে দেওয়া হবে।
এশিয়া কাপ ২০২৩ টিকেট এর তথ্য
এশিয়া কাপের প্রথম আসরের খেলা অনুষ্ঠিত হবে পাকিস্থানে। পাকিস্থানে সর্বমোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, বাকি ৯ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলংকায়। অর্থাৎ সর্বমোট ১৩ ম্যাচের সাথে সাথে শেষ হবে এশিয়া কাপ ২০২৩ এর খেলা।
১৪ই আগস্ট থেকে এশিয়া কাপের টিকেট পাওয়া যাওয়ার কথা রয়েছে।
যদিও পাকিস্তানের স্বাধীনতা দিবসেও, টিকিটগুলি প্রথম শ্রেণি এবং সাধারণ শ্রেণীর জন্য উপলব্ধ করা হবে৷ টিকিট বিক্রির সমস্ত বিবরণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া চ্যানেলে ঘোষণা করা হবে।
পাকিস্থান ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে ফোন কলের মাধ্যমে আতিথেয়তা আসনের জন্য টিকিট কেনা যাবে।
আসন্ন এশিয়া কাপ শুরু হবে মুলতানে ৩০ আগস্ট তারিখে স্বাগতিক দল পাকিস্থান ও নেপালের মধ্যকার প্রথম ম্যাচের মধ্য দিয়ে।
স্বাগতিক ভেন্যুতে এটিই হবে এশিয়া কাপের প্রথম খেলা। টুর্নামেন্ট চলাকালীন আরও তিনটি খেলা পাকিস্তানে, লাহোরে অনুষ্ঠিত হবে।
ম্যাচগুলো হলো বাংলাদেশ বনাম আফগানিস্তান যেটি অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর, আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা যেটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর এবং সুপার ফোরের প্রথম ম্যাচ ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পাকিস্থানে।
নিরাপত্তাজনিত কারণে ভারত দল পাকিস্থানে কোনো ম্যাচ খেলতে যাবে না। ভারতের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকায়।
যেখানে ২ সেপ্টেম্বর তারিখে সবচেয়ে বড় ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্থান ও ভারতের মধ্যে। ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলংকায়।
এশিয়া কাপ ২০২৩ টিকেট কোথায় কিনতে হবে? | অফিসিয়াল টিকেটিং চ্যানেল
Asia Cup 2023 tickets: এশিয়া কাপ ২০২৩ টিকেট কেনার জন্য অফিসিয়াল টিকেটিং চ্যানেল হচ্ছে পিসিবি বুক ওয়েবসাইটটি। pcb.bookme.pk ওয়েবসাইট থেকে সমস্ত এশিয়া কাপের টিকিট কেনা যাবে।
যেকেউ এই সাইটে প্রবেশ করে অনলাইনে টিকেট বুকিং দিতে পারবেন।
টিকিটগুলি পর্যায়ক্রমে বিক্রি করা হবে, ভিআইপি এবং প্রিমিয়াম টিকিট বিক্রয়ের মধ্য দিয়ে শুরু হবে, যা ১২ই আগস্ট থেকে বিক্রি শুরু হয়েছে৷ কখন টিকিটগুলি লাইভ হবে তার বিশদ বিবরণ পাকিস্থান ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে ঘোষণা করা হবে৷ তবে, ১৪ আগস্ট তারিখ থেকে সাধারণ আসনের টিকেট পাওয়া যাবে এবং প্রত্যেকে তাদের কাঙ্ক্ষিত টিকেট বুকিং দেওয়া শুরু করে দিতে পারবেন অনলাইনের মাধ্যমে।
OCB সদর দপ্তরে 111 22 7777 নম্বরে ফোন করলে অতিথি বক্সের জন্য টিকিট কেনা যাবে।
উপরে পাকিস্থানে এশিয়া কাপের খেলা উপভোগ করার জন্য টিকেট কেনার সাইট এবং অতিথি সিট বুকিং দেওয়ার জন্য কোথায় যোগাযোগ করবেন সেটি সম্পর্কে দেওয়া হয়েছে।
আপনারা যারা শ্রীলঙ্কার টিকেট বুকিং বিষয় আগ্রহী তাদের কিছুটা অপেক্ষা করতে হবে।
খুব শীঘ্রই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কতৃক টিকেট কেনার প্রক্রিয়া প্রকাশ করা হবে।
ধাপে ধাপে নির্দেশিকা: এশিয়া কাপ ২০২৩ টিকেট কিভাবে বুক করবেন
এশিয়া কাপ ২০২৩ টিকেট বুকিং কোথায় করবেন সে ব্যাপারে ইতিপূর্বে আপনাদের জানিয়েছে।
এবার আপনারা যারা অনলাইনে এশিয়া কাপের টিকেট বুকিং দেওয়ার ধাপে ধাপে গাইডলাইন চান তারা নিচের দেওয়া স্টেপ অনুসরণ করে সহজে একটি এশিয়া কাপ টিকেট কিনে নিতে পারবেন।
শনিবার পিসিবি কতৃক অনলাইনে টিকেট উপলব্ধ করা হয়েছে।
১৪ই জুলাই থেকে সাধারণ আসন এবং প্রথম শ্রেণীর টিকেট বিক্রির কার্যক্রম শুরু হবে।
এক্ষেত্রে কিভাবে আপনার টিকেট বুকিং দিবেন সেটি নিচে ধাপে ধাপে দেওয়া হলো।
স্টেপ ১. পাকিস্থানে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ উপভোগ করার জন্য যারা টিকেট বুকিং দিতে চান তাদের চলে যেতে হবে pcb.bookme.pk ওয়েবসাইটে।
প্রথমত, ওয়েবসাইটে প্রবেশ করুন।
স্টেপ ২. প্রথম পেজে আপনি View all match এর একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন।
স্টেপ ৩. ক্লিক করা মাত্র আপনি পাকিস্থানে অনুষ্ঠিত হতে যাওয়া ৪ ম্যাচের শিডিউল আলাদাভাবে দেখবেন।
আপনি যে ম্যাচে টিকেট বুক করতে চান সে ম্যাচের পাশে থাকা Bookme অপশনে ক্লিক করুন।
স্টেপ ৪. এবার আপনাকে টিকেট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এরপর আপনি কতটি টিকেট কিনতে চান সেটি বাছাই কর আবারও bookme অপশনে ক্লিক করুন।
স্টেপ ৫. এবার আপনাকে আপনার এনআইসি/পাসপোর্ট নাম্বার এবং কিছু বেসিক তথ্য দিয়ে একটি ছোট ফর্ম পূরণ করতে হবে।
অতঃপর সবশেষে পেমেন্ট কনফার্ম করে আপনার টিকেট বুকিং করে ফেলুন।
এভাবে খুব সহজে অনলাইনের মাধ্যমেই আপনি আপনার কাঙ্ক্ষিত টিকেট বুকিং করতে পারবেন।
সফল টিকিট বুকিংয়ের জন্য টিপস
সফলভাবে আপনার কাঙ্খিত টিকেট বুকিং করার ক্ষেত্রে আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই আপনার টিকেট বুকিং করতে পারেন। এক্ষেত্রে পিসিবি বুক সাইটটিতে ভিজিট করতে হবে।
আপনি যদি কোনপ্রকার ভুল ছাড়াই এশিয়া কাপের টিকেট বুকিং করতে চান তবে উপরের দেওয়া ধাপগুলো অনুসরণ করুন।
এতে আপনি সফলভাবেই আপনার কাঙ্খিত ম্যাচের টিকেট কিনে নিতে পারবেন দ্রুত সময়ের মধ্যে।
উপসংহার
আজকের পর্বে পাকিস্থানে হতে যাওয়া ম্যাচগুলোর টিকেট কিভাবে কিনবেন সে ব্যাপারে বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে।
খুব সম্প্রতি শ্রীলঙ্কার ম্যাচগুলোর টিকেট কিভাবে কিনবেন সে ব্যাপারে বিস্তারিত গাইডলাইন আসছে।
এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি দেখতে দ্রুত বুক করুন আপনার কাঙ্খিত টিকেট, সরাসরি উপভোগ করুন আপনার দেশের খেলা।